রাজ্যের খবর

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মে ৩১ নং জাতীয় সড়কে অবরোধ গাড়িচালকদের

Demonstration drivers

The Truth of Bengal: কেন্দ্রীয় সরকারের গাড়ি চালকদের নতুন নিয়মের বিরোধিতা করে শিলিগুড়ি মহাকুমার ঘোষপুকুরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেরা। কেন্দ্রীয় সরকারের গাড়ি চালকদের নতুন নিয়ম, দুর্ঘটনা ঘটলে আহতকে চালক উদ্ধার না করে নিয়ে গেলে ৫ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা তার বিরোধিতা করে শিলিগুড়ি মহাকুমার ঘোষপুকুরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গাড়িচালকরা।

এদিন সকাল থেকেই ঘোষপুকুরে জাতীয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও গাড়ি চালকদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকারের গাড়ি চালকদের জন্য নতুন নিয়ম বাতিল করতে হবে। এই কালা আইন তারা মানবেন না। যদি কেন্দ্র সরকার এই নতুন আইন বাতিল না করে তাহলে লাগাতার আন্দলন চলবে।

অপরদিকে এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী। এবং ঘটনাস্থলে পৌছায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জন রাজেন কিন্ডো। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন গাড়ি চালকরা। এই পথ অবরোধ প্রায় এক ঘন্টা চলে। পথ অবরোধের কারণে শিলিগুড়ি ইসলামপুর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি তৎপরতায় যা চলাচল স্বাভাবিক হয়।

Related Articles