খেলা

প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অদম্য প্রাকটিস , পলকের লক্ষ্য প্যারিস অলিম্পিক …

Palak aims for the Paris Olympics...

The Truth Of Bengal:  বিরাট কোহলী কে নিয়ে তো কতই না কথা আপনারা শুনে থাকেন,  কিন্তু জানেন কী আরেক কোহলী আছেন যিনি দাপিয়ে বেড়াচ্ছেন ক্রীড়া জগতে, হ্যাঁ ইনি হলেন পলক কোহলী। তবে তিনি কিন্তু ব্যাডমিন্টন দুনিয়ায় নিজের ছাপ তৈরি করতে ব্যস্ত। যার একমাত্র লক্ষ্য প্যারিস অলিম্পিক। শারীরিকভাবে সক্ষম নয় পলক, কিন্তু তাতে কী? পলক বরাবর হেঁটেছেন স্রোতের বিপরীতে ।

এই প্রতিবন্ধকতাকে একদম আমল দেননি । এক হাত দিয়ে ব্যাট ধরেই প্র্যাকটিস করেছেন। জেদ , সাহস কে সঙ্গী করে একের পর এক প্রতিযোগিতা উত্তীর্ণ হয়ে এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক। তারই প্রস্তুতি নিচ্ছেন পলক । ২০১৭ সাল পর্যন্ত পলক ছিলেন একজন মিলের কর্মী। তার মাঝে পলক ফেলতে না ফেলতেই বদলে গেছে তার জীবন। পলক হয়ে উঠেছেন প্যারালিম্পিয়ান । অদম্য সাহসকে নিয়ে তিনি এ পথে পা বাড়িয়েছেন।

প্রতি মুহূর্তে করেছেন কঠিন প্রাকটিস। সে কারণে আজ তিনি এত দূর পর্যন্ত আসতে পেরেছেন। আরো বহুদূর যাবেন পলক । নানা রকম প্রতিবন্ধকতা কে পাস কাটিয়ে আজ প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন পলক। শুরুতে তাকে শুনতে হয়েছে তোমার দ্বারা হবে না।  কারণ যেহেতু তার হাতের সমস্যা রয়েছে তাই কেউ ভরসা করতে পারেনি। ভরসার বদলে পেয়েছে সমবেদনা। তিনি হয়ে উঠেছেন অনেকের আইডল। এক সাক্ষাৎকারে তিনি সম্প্রতি বলেছেন , ব্যাডমিন্টনে আসা তার কাছে  আশীর্বাদ স্বরুপ ।  জীবন বদলে দিয়েছে। এই পলকের ক্যারিয়ার টাই হয়তো অনেকের জীবন বদলে দিয়েছে এবং দিচ্ছেও ।

Free Access

Related Articles