শিক্ষা

ইউজিসি বাতিল করল গুরুত্বপূর্ণ ডিগ্রি, জানুন বিস্তারিত

MPhil degree

The Truth of Bengal: আর স্বীকৃত ডিগ্রি নয় মাস্টার অফ ফিলোজফি (এমফিল)। পড়ুয়াদের সতর্ক করে বুধবারই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশিকা জারি করে জানিয়েছে। এছাড়াও নয়া নির্দেশিকায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষেই এমফিল কোর্সকে বন্ধ করার জন্য তড়িঘড়ি পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই ইউজিসি স্পষ্ট জানিয়েছিল, এমফিল কোর্স বাতিল করা হচ্ছে।

কিন্তু, তারপরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এমফিল কোর্সে ভর্তি নিচ্ছিল বলে জানতে পারে ইউজিসি কর্তৃপক্ষ। সে জন্য বুধবার পড়ুয়াদের সতর্ক করে ইউজিসি জানিয়েছে, “ইউজিসির নজরে এসেছে, কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন চাইছে। এবিষয় আমরা মনে করিয়ে দিতে চাই, এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়।

পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি বিষয়ক ইউজিসি-র নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল ডিগ্রি কোর্সের জন্য ভর্তি করতে পারবে না।” এর আগেই এমফিল কোর্সকে বাতিল বলে ঘোষণা করেছিল ইউজিসি। আগেই ইউজিসি জানিয়েছিল যে, সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যারা এই এমফিল কোর্স করাচ্ছে তারা যেন তা বন্ধ করে। সব বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এমফিল কোর্সের বৈধতা আর নেই বলেও জানায় ইউজিসি।h

Related Articles