
The Truth of Bengal: এক গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে পরপর দুটি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি এদিন নদীয়ার রানাঘাট থানার সরকারপাড়া এলাকায়।
পরিবারের দাবি, গত কালকে রাতে ওই এলাকার একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলেই। মেলা দেখে বাড়ি ফিরে দেখে গ্রিলের তালা ভাঙা, ভেতরে ঢুকে দেখে দুটি ঘরে রাখা আলমারি গুলি ভাঙা অবস্থায় রয়েছে, এছাড়াও একটি টিনের বাক্সর একই অবস্থা। পরিবারের দাবি, দুটি আলমারিতে ছিল প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার সোনার গহনা, এছাড়াও ওই টিনের বাক্সে ছিল নগদ টাকা, সবকিছুই লুটপাট করে দুষ্কৃতীরা।
তড়িঘড়ি পরিবারের সদস্যরা খবর দেয় রানাঘাট থানায়। যদিও গত কালকে রাতে পুলিশ আসলেও মঙ্গলবার সকালেও চুরির ঘটনার তদন্তে আসে রানাঘাট থানার পুলিশ। তবে ঘরের ভেতর থেকে এইভাবে ডাকাতির ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারের সদস্যদের। পরিবারের পুলিশের কাছে একটাই আর্জি, যারা এইভাবে দুঃসাহসিক ডাকাতি করেছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। আর তাঁদের লক্ষ লক্ষ টাকার সোনার গহনা তারা যাতে ফিরে পায়। যদিও ডাকাতির ঘটনায় তদন্তে রানাঘাট থানার পুলিশ।
Free Access