দেশ
১০০ দিনের প্রকল্পে এক টাকাও দেয়নি কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী
Modi-Mamata Meeting

The Truth of Bengal: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ মুখ্যমন্ত্রীর। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন আরও ১০ সাংসদ। ২০ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও আটকে দেওয়া হয়েছে টাকা কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল, সেই সব ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন মন দিয়ে। কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের যৌথ বৈঠক হবে। সেখানে তথ্যের আদানপ্রদান হবে। কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। রাজ্যের সঙ্গে যা যা বঞ্চনা হয়ে চলেছে তার বিস্তারিত প্রধানমন্ত্রী সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।