বিনোদন

‘ফাইটার’ ছবির সাফল্য কামনায় তিরুপতি দর্শনে দীপিকা পাড়ুকোন

Deepika Padukone visits Tirupati to wish the success of Fighter movie

The Truth Of Bengal : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন| আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর ছবি।  “ফাইটার”-এর সাফল্য কামনায় তিরুপতি দর্শনে গিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় বোন অনীশা পাড়ুকোনের সঙ্গে শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর আশীর্বাদ নিতে তিরুমালায় গিয়েছিলেন তিনি। একেবারে সাদামাটা ক্যাজুয়াল পোশাকে দেখা গেল তাঁকে। এলো করে বাঁধা খোপা।

মন্দিরে পুজো দেওয়ার বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়ে শ্রীভেঙ্কটেশ্বরা স্বামীর আশীর্বাদ নিলেন তিনি।দীপিকা পাড়ুকোনের তিরুপতি দর্শন অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে বলিউডের সিনেমহল।

কারণ, তিনি যেকোনো শুভ কাজের আগেই তিরুপতি দর্শনে যান। আর তার মানে হল যে, তিনি “ফাইটার” ছবির সাফল্য কামনা করছেন। “ফাইটার” ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃতিক রোশন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির গান ও টিজার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

FREE ACCESS

Related Articles