অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা, কেমন আছেন শ্রেয়স তলপড়ে?
Bollywood actor Shreyas Talpade suffered a heart attack

The Truth Of Bengal: হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। কেমন আছেন শ্রেয়স? জানা যাচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। আপাতত তিনি বিপন্মুক্ত। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। সব ঠিক থাকলে রবিবার রাত বা সোমবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শ্রেয়স।
গত ১৪ ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। রাতে তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের আন্ধেরি অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয় । মাত্র ৪৭ বছর বয়সে অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায়।
অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের প্রথম দিকে সুস্থই ছিলেন তিনি। তবে বেলা গড়াতেই শুটিং ফ্লোরে অসুস্থতা অনুভব করেন তিনি। তবে বাড়ি ফেরার পর অস্বস্তি বোধ করতে শুরু করেন। এরপরই দ্রুত অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসদের কড়া নজরে আপাতত রয়েছেন শ্রেয়স। আপাতত তিনি বিপন্মুক্ত। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। সব ঠিক থাকলে রবিবার রাত বা সোমবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শ্রেয়স।
Free Access