কলকাতা

অরেঞ্জ রুটে মহড়ায় মাত করল কলকাতা মেট্রো! কবে শুরু হবে যাত্রী পরিষেবা?

Kolkata Metro

The Truth of Bengal: মহড়াতেই মাত করল অরেঞ্জ রুটের নতুন মেট্রো। প্রতি ঘন্টায় ৯০ কিমি বেগে ছোটে  নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত এই মেট্রো। ফাইনাল ট্রায়াল রান সফল হওয়ার পর এখন কাউন্টডাউন চলছে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর। সম্ভবত আগামী সপ্তাহেই এই মেট্রো আপন ছন্দে ইএম বাইপাস দিয়ে স্বপ্নের দৌড় শুরু করবে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই করিডর তৈরি হচ্ছে।

যার মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে বলে খবর। রেল বিকাশ নিগম লিমিটেড এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে মার্চ মাসের মধ্যে চিংড়িহাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার। তার আগে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে মেট্রো কর্তৃপক্ষ আপাতত স্থির করেছে।

সেই কারণে আজ চূড়ান্ত ট্রায়াল রান হয়ে গেল বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো ভাড়া হতে পারে ২০ টাকা।কবি সুভাষ থেকে ২ কিলোমিটার পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা,২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ভাড়া ধার্য্য করেছে মেট্রো প্রশাসন।আর ৫ কিলোমিটারের উপরে মেট্রো ভাড়া হতে পারে ২০ টাকা।

Free Access

Related Articles