হয়েই গেল ডিভোর্স? ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি এই দম্পতিকে একসাথে দেখা যায়নি বলেই এই গুঞ্জন শুরু হয়েছে।
অভিষেক এবং ঐশ্বর্যাকে শেষবার একসাথে দেখা গিয়েছিল ২০২৩ সালের ৩১ মার্চ এবং ১ এপ্রিল মুম্বাইয়ের আম্বানিদের পার্টিতে। কিন্তু সেই পার্টিতেও তারা একসাথে ছিলেন না। ঐশ্বর্য একা এসেছিলেন, আর অভিষেক এসেছিলেন তার ভাই অগস্ত্য নন্দের সঙ্গে।
তারপর থেকে আর কোনো অনুষ্ঠানে একসাথে দেখা যায়নি এই দম্পতিকে। এমনকি ঐশ্বর্য রাই বচ্চন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অভিষেকের সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি।
এই গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার অভিষেক বচ্চন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তিনি তার ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘এলওসি কার্গিল’-এর পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সময় দ্রুত চলে যাচ্ছে। ‘এলওসি কার্গিল’ মুক্তি পেয়েছে ২০ বছর হয়ে গেল। বন্ধুদের সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছিল। ভারতীয় সেনাদের বীরত্বের গল্প বলতে গিয়ে গর্ব বোধ হচ্ছিল। পরিচালককে অসংখ্য ধন্যবাদ আমায় বাছার জন্য।”
এই পোস্টে অভিষেক তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু এই পোস্টের পরও বিচ্ছেদের গুঞ্জন কমেনি। অনেকেই মনে করছেন, অভিষেক ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে কথা বলতে চান না বলেই এই পোস্ট করেছেন।