আপনার কি কোষ্ঠকাঠিন্য হয়েছে? শাহরুখের জবাব শুনে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর সাফল্য আকাশছোঁয়া। বক্স অফিসে ব্যাপক সফল ‘পাঠান’, ‘জওয়ান’। তা সত্ত্বেও নিন্দুকরা চুপ করার নয়। প্রায় প্রতি মুহূর্তেই তারকার খুঁত ধরতে ব্যস্ত তারা। এবার সেই ট্রোলারদেরই কড়া জবাব দিলেন বলিউড বাদশা।
বুধবার AskSRK সেশনে অনুরাগীদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ। প্রশ্নোত্তর পর্বের সময় এক সমালোচক ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবিকে মলত্যাগের সঙ্গে তুলনা করেন। তাঁর দাবি, শুধুমাত্র পিআর এবং মার্কেটিং টিমের জন্য ওই দুটি ছবি বক্স অফিসে রেকর্ড আয় করেছে। আগামী ছবি ‘ডাঙ্কি’র জন্যও একই পিআর এবং মার্কেটিং টিমের উপর বাদশা ভরসা রাখবেন কিনা সে প্রশ্নও করেন।
এই প্রশ্নে খানিক বিরক্তই হন শাহরুখ। তাঁর সপাটে জবাব, “সাধারণত আমি আপনার মতো বুদ্ধিমানদের উত্তর দিই না। আপনার ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ, আপনার কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করা দরকার। আমার পিআর টিমকে বলব আপনাকে কিছু ওষুধ পাঠাতে। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”