
The Truth of Bengal: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিনের বড় ঘোষণা। প্যালেস্টাইনের পশ্চিম প্রান্তে বসবাসকারী সকল ইজরায়েলিদের ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। প্যালেস্টাইনের পশ্চিম প্রান্তে ইজরায়েলরা দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে আসছে। বহু আগে থেকেই ইজরায়েল প্যালেস্টাইনের পশ্চিম উপত্যাকা দখল করার চেষ্টায় ছিল।
ইজরায়েলদের অত্যাচারে গৃহহীন হয়ে পড়েছে প্যালেস্টাইনের সাধারণ নাগরিক। ইজরায়েলের নেতানিয়াহু সরকার প্যালেস্তীনীয়দের উপর অত্যাচার চালানোর ক্ষেত্রে কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি। নিজের এক্স হ্যান্ডেলে ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিন।
তাঁর দাবি এই বিষয়ে ইজরায়েল সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। কেউ কোন পদক্ষেপ না নেওয়ায় তারা এই বিষয়ে নজর দিয়েছে। প্যালেস্তীনীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত ব্লিঙ্কিনের। এর আগে গত নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিসা নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন।