কলকাতাবিনোদন
Trending

মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ চলচ্চিত্র উৎসবে, পরিচালকের ৭টি ছবির প্রদর্শন…

Mrinal Sen Tribute Film Festival, Screening of 7 films

The Truth Of Bengal: চলতি বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসবে কিংবদন্তী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। শুধু মৃণাল সেনই নয়, চলতি বছর ট্রিবিউট জানানো হবে বলিউডের এভারগ্রিন দেব আনন্দকেও।

প্রতিবারের মত এবারো কলকাতা চলচ্চিত্র উত্সবে একাধিক সিনেমাহলে সাত দিন ব্যাপী প্রদর্শিত হবে দেশ বিদেশের নানান ধরনের বাছাই করা ছবি। সেই তালিকায় এবার দেখানো হবে বিখ্যাত পরিচালক মৃণাল সানের সাত-সাতটি ছবি। চলতি বছর তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাবে চলচ্চিত্র উত্সব কমিটি।এবার এক নজরে দেখে নেব সেই ছবি গুলির তালিকা। ভুবনসোম, কলকাতা ৭১, ইন্টারভিউ , ওকা উরির কথা , আকালের সন্ধানে, খারিজ।

প্রসঙ্গত, ২০২২ সালের চলচ্চিত্র উৎসবে এই বিভাগে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছিল পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় ও সন্তুর বাদক সঙ্গীতজ্ঞ পন্ডিত শিবকুমার শর্মাকে।আর এবার মৃণাল সেনের পাশাপাশি এই বিভাগে এবার শ্রদ্ধার্ঘ জানানো হবে এভারগ্রিন দেব আনন্দ, মুকেশ শৈলেন্দ্র ও রিচার্ড অ্যাটেনবোরোকে। এবার সেন্টিনারি বিভাগে মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর ফলে তাঁর বেশকিছু ছবির স্বাদ পেতে চলেছে শহর কলকাতার আধুনিক সিনে প্রেমীরা তা বলা যেতেই পারে।

Free Access

Related Articles