রাজ্যের খবর

অবৈধভাবে বিক্রি হচ্ছিল সার! কড়া পদক্ষেপ নিল কৃষি দফতর

Jalpaiguri

The Truth of Bengal: সারের সিল করা অবৈধ গোডাউন খুলে কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে সার বিক্রি করে দিল কৃষি দফতর। সরকারি নিয়ম মেনেই দোকানদারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গিয়েছে, সারের বস্তার গায়ে লেখা দাম থেকে ১০ টাকা কম দামে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। দোকানদারই বিক্রি মূল্য পাবে, তবে তার লাইসেন্স সাসপেনশনের পথেও হাটতে পারে দফতর। উল্লেখ্য গত চারদিন আগে ধূপগুড়ি শহরের সারের দোকানে রুটিন অভিযান চালায় কৃষি দফতর।

জলপাইগুড়ি জেলা সহ কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্যের নেতৃত্বে চলে অভিযান। অভিযান চালাতে গিয়ে ধূপগুড়ি শহরের এক সার ব্যবসায়ীর দোকানে হানা দেয় আধিকারিকরা। দোকানের স্টকের সাথে মজুত করা সারের হিসেব মিলছে না। সেই ব্যবসায়ীর একটি গোডাউনের হদিশও মিলেছে। ওই গোডাউন খুলতেই চক্ষু চড়কগাছ কৃষি আধিকারিকদের। বেআইনি ভাবে মজুত করা হয়েছে বিপুল পরিমান সার। সঠিক কাগজপত্র দেখাতে না পারলে গোডাউন সিল করে দেয় কৃষি আধিকারিকরা।

শুক্রবার কৃষি দফতরের তরফে কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়। প্রায় ৪৫ মেট্রিক টন সার বিক্রয় করা হয়েছে। এই বিষয়ে ধূপগুড়ি ব্লক কৃষি আধিকারিক তিলক বর্মন বলেন চারদিন আগে আমরা জেলা কৃষি দফতরের তরফে সারের দোকানে অবৈধ ভাবে সার মজুদ করার জন্য ব্যবসায়ীর গোডাউন সিল করে দেওয়া হয়েছিল। এদিন সারের গোডাউন থেকে ন্যায্য মূল্যে সার বিক্রয় করে দেওয়া হয়।

Free Access

Related Articles