
The Truth of Bengal: একজন মরিয়া মানুষ এবং তার শিশুকন্যা এমন একটি সিস্টেম থেকে পালিয়ে বেড়াচ্ছে যেখানে তাদের যে কোনও মূল্যে হত্যা করতে চায়, এবং অন্যদিকে একজন শোকার্ত মা নির্মম প্রতিশোধের সন্ধান করছেন, এই দুইয়ের মেলবন্ধনে এগিয়েছে বলিউডের ভিন্নধারার ছবি জোরাম-এর চিত্রনাট্য।
ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের অফবিট তারকা মনোজ বাজপেয়ীকে। সঙ্গে রয়েছেন বঙ্গ নায়িকা তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও মারাঠী অভিনেত্রী স্মিতা তাম্বে।ইতিমধ্যেই বুসান, ডারবান থেকে চিকাগো চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে ছবিটি।
বিশ্বের ফিল্মমহলে স্বীকৃতি পাওয়ার পর অবশেষে দেশে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবাশিষ মাখিজার ছবি জোরাম।আগামি ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। বিধ্বস্ত বন, অন্ধ লোভ, বিদ্রোহ এবং নৃশংসতার ল্যান্ডস্কেপ জুড়ে একটি উত্তেজনাপূর্ণ বেঁচে থাকার থ্রিলারের আফটারশকে কতটা আহত হয় ভারতীয় দর্শক তা জানতে আর কটা দিন অপেক্ষা করতেই হবে আমাদের।