রাজ্যের খবর

দৃশ্যদূষণ রুখতে উদ্যোগী সিউড়ি পুরসভা, পুরসভার পদক্ষেপ নিয়ে রাজনৈতিক তরজা

Municipal action

The Truth of Bengal: উৎসব মিঠতেই শহরকে দৃশ্য দূষণ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। অন্যদিকে বিশ্ব বাংলা শিল্প বাণিজ্য সম্মেলন থাকায় আগেই কলকাতা শহরের ফ্লেক্স ব্যানার হোডিং খোলার কাজ শেষ করেছে কলকাতা পুরসভা। প্রশাসনিক এই নির্দেশিকা পৌঁছায় রাজ্যের অন্যান্য পুরসভা গুলিতে। পুরসভার তরফে পুজো কমিটি থেকে রাজনৈতিক দল সকলকে জানানো হয় ফ্লেক্স ব্যানার হোডিং খুলে নেওয়ার জন্য।পুরসভা সূত্রে খবর, প্রশাসনিক এই নির্দেশিকা না মানলে আর্থিক জরিমানা হতে পারে। এবার সরকারি স্তরে সেই ফ্লেক্স পোস্টার ব্যানার খোলার কাজ শুরু করল বীরভূমের সিউড়ি পুরসভা।

এদিন সকাল থেকে পৌরসভার কর্মীদের পূজা উপলক্ষে ব্যবহৃত ও রাজনৈতিক দলের ফ্লেক্স ব্যানার হোডিং ও রাজনৈতিক দলের পতাকা খুলতে দেখা গেল।  শহরের সৌন্দর্য বজায় রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিল দেবাশীষ সাহা। সিউড়ি শহরকে দৃশ্য দূষণ মুক্ত করতে পুরসভার এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে  রাজনৈতিক তরজা। বিরোধী দলগুলোর অভিযোগ শহরের বেশিরভাগ স্থানে রয়েছে শাসকদলের ফ্লেক্স ব্যানার হোডিং। যদিও বিরোধীদের এই দাবি মানতে নারাজ শাসক শিবির। এদিন সকাল থেকে বীরভূমের সিউড়িতে যে ছবি ধরা পরল  তাতে পুজো কমিটি থেকে সব রাজনৈতিক দলের ও সংস্থার হোডিং খোলার কাজ শুরু করেছে সিউড়ি পুরসভা।

বিরোধীদের দাবি নির্দেশিকা পাঠানোর পর যত প্রযুক্ত সময় দেওয়া হয়নি তাদের। পুরসভার দাবি আগেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক দল ও পুজো উদ্যোক্তাদের কাছে। অপরদিকে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদও জানান বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ করছে বিরোধী শিবির বিজেপি। এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি ব্যবহৃত শারদ শুভেচ্ছার ব্যানার ও শাসকদলের পতাকা খোলার ছবিও দেখা গেছে সিউড়ি এলাকা জুড়ে। তাই রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিরোধীদের এই অভিযোগ বলেই মত শাসক শিবিরের।

Free Access

Related Articles