মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৪ অভিযুক্ত
4 accused arrested for murder case in maniktala

The Truth of Bengal: কলকাতার মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর-এ নাম থাকা চার অভিযুক্তকে তারাপীঠের একটি লজ থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন সুভাষ দে, সঞ্জীব নাগ, অভিজিৎ দে এবং শিবা সাঁতরা। তাঁরা সকলেই মানিকতলার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকতলা থানায় অনিচ্ছাকৃত খুন ও সংঘটিত অপরাধের মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, সুভাষ ও শিবাকে প্রথমে মারধর করেন অনিল। পাল্টা অভিযুক্তরা অনিলের পেটে লাথি মারেন। দেওয়ালে পড়ে গিয়ে মাথায় আঘাত পান অনিল। পুলিশ সূত্রের খবর, মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, অনিলের সিরোসিস অফ লিভার ছিল। পাকস্থলীতে মিলেছে প্রায় ১ লিটার মদও।
ঘটনার পর অভিযুক্তরা পলাতক ছিল। তারাপীঠের একটি হোটেলে লুকিয়ে ছিল বলে জানা গেছে। পুলিশের তদন্তে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তারাপীঠের ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা অনিল রজককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Free Access