কলকাতারাজনীতি

অসুস্থ জ্যোতিপ্রিয়! আদালতে হাজির থাকবেন না মন্ত্রী

Jyotipriya Mallick

The Truth of Bengal: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কারণে আজ আদালতে আনা হবে না। ইতিমধ্যেই এ ব্যাপারে বালুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে জেল কর্তৃপক্ষ, যা আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। ফলে ভার্চুয়ালি সংশোধনাগার থেকে উপস্থিত থাকতে পারেন তিনি। গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার কথা বারবার বলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময়েও একই কথা বলেছেন তিনি। তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী।

জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুবই অসুস্থ তিনি, যার ফলে জেল থেকে বেরতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখও করা হয়েছে। তবে তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন, সেটা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইডি হেফাজতে থাকাকালীন বেশ কয়েকবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বালু মল্লিকের। তবে তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন, ইডি হেফাজতে মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা ২২ নম্বর সেল ওয়ার্ডে আছেন মন্ত্রী। এই সেলে সবথেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তরা এই সেলেই আছেন। গত রবিবার প্রথম রাতে সেলের মেঝেতে কম্বল পেতে শুতে হয়েছিল মন্ত্রীকে।  প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালুকে রাখা হয়েছে, সেখানে রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা, ফলত সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷

Free Access

Related Articles