
The Truth of Bengal: শোভন তাঁর সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। আর সেই ছবি পোস্ট করে, শোভন লিখলেন, ”শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…”। শোভনের এই পোস্ট কি সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখ না খুললেও, সোশাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ৩টি ছবি শেয়ার করে নেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তবে প্রথম ছবিতে কিন্তু টানটান রহস্য। ছায়ার ছবি তোলা হয়েছে। শোভনের পাশে এক রহস্যময়ী নারী। তখনই উঠেছিল প্রশ্ন, এবং তারপরেই এই পোস্ট ঘিরে সব রহস্যের ইতি টানলেন তিনি।
কয়েকদিন আগেই খবরে আসে রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। অন্যদিকে, শোভন ও স্বস্তিকা দত্তর ব্রেকআপ! নিন্দুকরা কিন্তু এই সুযোগে দুইয়ে দুইয়ে চার করছেন। তার উপর সোশাল মিডিয়ায় শোভনের এই পোস্ট। তাহলে কি গুঞ্জনে ইতি টানতে এই পোস্ট শোভনের প্রেমের ইজহার? নাকি একেবারে সিলমোহর ?
free Access