মাটি বসে যাচ্ছে, বড় বিপদের সঙ্কেত লাহুল স্পিতিতে, ঘর খালি করার নির্দেশ প্রশাসনের
Lahaul-Spiti village land sinks

The Truth of Bengal: হিমাচলের লাহুল স্পিতিতে অশনি সঙ্কেত। প্রশাসনের তরফে জানা গিয়েছে, লিন্দুর গ্রামে ১৬টি বাড়ির মধ্যে নতুন করে ৯টি বাড়িতে বড় ফাটল দেখা দিয়েছে। বসে গিয়েছে আশে পাশের মাটি। এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, তা জানতে প্রশাসনের কাছে স্থানীয়া সমীক্ষার আবেদন জানিয়েছেন।
চলতি বছরের জুন জুলাই মাসেই উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকায় ভূমি ধসের খবর শিরোনামে উঠে এসেছিল। দেখা গিয়েছিল বেশ কিছু বাড়িতে ফাটল। প্রায় একই চিত্র দেখা গেল, হিমাচলের লাহুল স্পিতি অঞ্চলে। স্থানীয় সূত্রের খবর, মাটি বসে যাওয়ায় বেশ কিছু বাড়িতে আগেই ফাটল ধরেছিল। গ্রামের প্রায় ৭০টি পরিবার বিনিদ্র রজনী কাটাচ্ছেন। বাড়ি ছাড়াও, চাষাবাদের জমিতেই বড় ফাটল দেখা দিয়েছে, ফলে কৃষির ক্ষেত্রেও সমস্যা পড়ছেন তাঁরা।
গ্রামের পঞ্চায়েত প্রদান সরিতা গোহরামা জানিয়েছেন, ১৬টি বাড়ির মধ্যে ৯টি বাড়িতে বড় ফাটল দেকা গিয়েছে, তার মধ্যে চারটি নিরাপদ অবস্থায় নেই। আসলে পালে পাহাড়ি নালার স্রোত থেকে জল গড়িয়ে আসে, এর ফলেই ফাটল দেখা দিচ্ছে। গ্রামবাসীরা আবেদন করেছেন, এই অঞ্চলের ভূপৃষ্ঠের অবস্থা কেমন রয়েছে, তা জানা জরুরি, তাই অবিলম্বে সমীক্ষার প্রয়োজন।
লাহুল স্পিতির ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, গ্রামবাসীদের নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এমনকী আগেও এলাকা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু গ্রামবাসীরা জায়গা ছাড়তে নারাজ। তবে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, জায়গা ছাড়ার জন্য স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ত্রাণেও ব্যবস্থা করা হচ্ছে।