কলকাতা
আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের দুর্গোৎসবে রয়েছে অভিনবত্ব! ভিড় করে ইমারত
Durga Pujo 2023

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ার অন্যতম দুর্গোৎসবগুলির মধ্যে ইউথ রিক্রেয়েশন সেন্টারের দুর্গোৎসব। ২৮ তম বর্ষেও রয়েছে চমক। এ বছরের ভাবনায় উঠে এসেছে ” ভিড় করে ইমারত আকাশটাকে ঢেকে দিয়ে….. “।
বর্তমান সময়ের খন্ড খন্ড চিত্র প্রকাশ পেয়েছে এখানকার পূজা মন্ডপে। বাস্তবতার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটেছে এখানে। রাজ্য বিধানসভার মুখ ও সচেতন নির্মল ঘোষ উপস্থিত ছিলেন পুজোর উদ্বোধনে। তাঁর বক্তব্যে উঠে আসে নারী শক্তির কথা। উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা।
দুর্গা পুজোর আয়োজনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সারা বছর যুক্ত থাকে আগরপাড়া ইউথ রিক্রেশন সেন্টার। পুজোর দিন গুলিতেও রয়েছে সে রকম নানান আয়োজন।
Free Access