দেশ

ল্যাপটপ, ডেস্কটপ আমদানিতে রাশ ভারতের, চিন্তায় কোরিয়া, চিন, তাইওয়ান

Laptop Import Restrictions

The Truth of Bengal: ভারত ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিটার আমদানির ক্ষেত্রে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে, আর এতেই সমস্যা পড়েছে চিন, কোরিয়া, তাইওয়ান এবং আমেরিকা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বৈঠকে একই সঙ্গে ভারতের সিদ্ধান্তের উপর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার জিনিভায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি বৈঠক হয়। সভাপতিত্ব করেন প্যারাগুয়ের রেনেতা ক্রিসালদো। সেখানে ভারতীয় বাণিজ্য নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন, তাইওয়ান, কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দাবি, ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পণ্য রফতানির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। ভারতের নির্সিদেশিকা আপাতত লাগু না হলেও, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, নভেম্বরেই লাগু হয়ে যাবে, এর ফলে চলতি আর্থিক বছরের ইলেকট্রনিক্স পণ্য রফতানিতে বড় ভাটা আসবে।

গত ৩ অগাস্ট ভারত সরকার আইটি পণ্য যেমন ল্যাপটপ, ডেস্কটপ, মাইক্রো কম্পিউটার, ট্যাবলেট এমনকী ডাটা প্রসেসিং মেসিন আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসল উদ্দেশ্য দেশজ পণ্য উৎপাদনের বাজারকে আরও শক্তিশালী করা। নির্দেশিকায় বলা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এই নির্দেশিকা লাগু করা হবে। যদিও কেন্দ্রীয় বাণিজ্যসচিব সুনীল বার্থওয়াল জানিয়েছেন, বিদেশি পণ্য আমদানি লাইসেন্সের উপর কোনও রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কিন্তু পণ্য আমদানির ক্ষেত্রে কিছুটা নজর রাখার ব্যবস্থা করা হচ্ছে। এক আধিকারিকের মত, দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, ভারতের এই নয়া নির্দেশিকা বিশ্ব বাণিজ্য সংস্থার বিধির পরিপন্থী, এর ফলে দুইদেশের বাণিজ্যক্ষেত্রে একটা দেওয়াল তুলে দেবে।

বাণিজ্যমন্ত্রক সূত্রের খবর, গত কয়েক বছরে ভারত ল্যাপটপ, ডেস্কটপ ৭-৮ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি করেছে। ২০২১-২২ সালে ৭.৩৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছিল। চলতি আর্থিক বছরে ৫.৩৩ মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।