
The Truth of Bengal,Mou Basu: বাংলা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সুকুমার রায়। এবছর তাঁর অমর সৃষ্টি “আবোল তাবোল” প্রকাশের শতবর্ষ পূর্তি। একইসঙ্গে সুকুমারের প্রয়াণেরও শতবর্ষ।আবোল তাবোল শিশুসাহিত্য হিসাবে পরিচিত হলেও “ননসেন্স সাহিত্য”-এর শ্লেষ, কটাক্ষ নিরাপদ শান্তিকামী বাঙালির জীবনধারাকে বিদ্ধ করে। এবছর পণ্ডিতিয়া সন্ধ্যা সংঘের এবছরের পুজোর থিম ” সুকুমারের শক্তিশেল”। থিমশিল্পী হিসাবে সৃজনের দায়িত্বে রয়েছেন সাত্যকি সুর। প্রতিমা শিল্পী কুমোরটুলির সুজিত পাল।
থিমের প্রসঙ্গে শিল্পী সাত্যকি সুর জানান, ‘আম বাঙালি সুখী ও শান্তিপ্রিয়। নখদন্তহীন বাঙালি জাতিকে বাবুরাম সাপুড়ের রূপকের মাধ্যমে তুলে ধরেন সুকুমার রায়। আবার তাঁর সৎপাত্র কবিতার গঙ্গারাম আদতে আমাদের সমাজের যুবকদের প্রতিনিধি। সুকুমারের অভিনব উপস্থাপনার মাধ্যমে “বোম্বাগড়ের রাজা” ও “একুশে আইন” কবিতায় অদ্ভুত রাজা ও রাজ্যপাটের কৌশল আর দেশের শাসকদের বেআক্কেল কর্মপন্থা কীভাবে নৈরাজ্য তৈরি করছে তা তুলে ধরছে।
শাসকের চোখরাঙানির মধ্যে হাঁসফাঁস করতে থাকা নাগরিক সমাজ তাই আবোল তাবোলের মধ্যে মুক্তি খোঁজে। শাসক আজো আমাদের সামনে “খুড়োর কল”-এর মতো লোভ ঝুলিয়ে দেয় বলেই আমরা সুকুমার রায়ের প্রয়াণের একশো বছর পেরিয়েও আবোল তাবোলের আসল প্রাসঙ্গিকতা বুঝতে পারিনি। আবোল তাবোলের অন্যবদ কিছু সৃষ্টির ঝলকই আমি পণ্ডিতিয়া সন্ধ্যা সংঘের পুজো মণ্ডপে তুলে ধরছি থিম হিসাবে।’
Free Access