ভ্রমণ

দুবরাজপুরে মায়াবী মামাভাগ্নে পাহাড়

West Bengal Tourism

The Truth of Bengal: অনেক সময়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার মতো সময় থাকে না। অথচ মন খুব চাইছে কোথাও যাওয়ার, কয়েকটা দিন প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে আসার। সেক্ষেত্রে যেতে পারেন বীরভূমের মামা-ভাগ্নে পাহাড়ে।বীরভূম জেলার একমাত্র পাহাড় এই মামা-ভাগ্নে পাহাড়। এটি দুবরাজপুর শহরে অবস্থিত। ছোটনাগপুর মালভূমির অংশ মামা-ভাগ্নে পাহাড়টা গ্রানাইট পাথরের।মামাভাগ্নে পাহাড়ের সৌন্দর্যায়ন করেছে দুবরাজপুর পুরসভা। সারা বছরই বাংলা ছাড়াও অন্য রাজ্যগুলি থেকে এই পাহাড় দেখতে আসেন পর্যটকরা।

এই পাহাড়ে কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে পাহাড়েশ্বর মন্দির। মন্দিরের পাশেই নির্মিত হয়েছে একটি পার্ক।কীভাবে যাবেন মামাভাগ্নে পাহাড়ে, সেও জানিয়ে রাখি। দুবরাজপুর স্টেশন থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে এই পাহাড়। দুবরাজপুর-পাণ্ডবেশ্বর জাতীয় সড়কের পাশ ঘেঁষে অবস্থিত।মামাভাগ্নে পাহাড়কে দেখলে মনে হবে, কেউ যেন বড় বড় পাথর ফেলে দিয়েছে। আর এই পাহাড়কে ঘিরে প্রচলিত পৌরানিক কাহিনি।

এমনই এক কাহিনি হল, ত্রেতাযুগে যখন শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, সেইসময়ে শ্রীরামচন্দ্র সাগরে সেতু নির্মাণের জন্যে পাথর সংগ্রহ করতে হিমালয়ে রথ নিয়ে যান। রথ পাথরবোঝাই হওয়ার পরে উড়ন্ত রথ থেকে কিছু পাথর পড়ে যায়। এটাই মামাভাগ্নে পাহাড়ের জন্মকাহিনি।ভূতত্ত্ববিদদের মতে, বহুবছর আগে ছোটনাগপুর মালভূমি আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হয়েছিল। এর ফলে বড় বড় পাথর ভূপৃষ্ঠের ওপর চলে আসে।একটাই কথা বলার, হাতেগোনা কয়েকদিনের ছুটিতে মামাভাগ্নে পাহাড়ে এলে এখানকার মনোরম পরিবেশ আনন্দ দেবে আপনার মনকে।

Free Access

Related Articles