দৈনিক শতাধিক সাইবার হানা ইসরোর সার্ভারে, জানালেন ইসরো প্রধান এস সোমনাথ
শত্রুরাও তৈরি হচ্ছে এই সাফল্যের পথে অন্তরায় হতে

The Truth of Bengal: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভারে দৈনিক ১০০টির বেশি সাইবার হানা হয়ে থাকে। কেরালার কোচিতে আন্তর্জাতিক সাইবার কনফারেন্সে এমনই চাঞ্চল্যকর বক্তব্য রাখলেন ইসরো প্রধান এস সোমনাথ। তাঁর দাবি, যেহেতু অত্যাধুনিক সফ্টওয়্যার এবং চিপ বেসড প্রযুক্তি ব্যবহার হয়, তাই হয়তো রকেট সায়েন্সের ক্ষেত্রে বেশি সাইবার হানা দেখা যাচ্ছে।
চন্দ্রযান ৩ সাফল্যের পর গোটা দুনিয়ার নজর কেড়েছে ভারত। অতি সম্প্রতি সূর্যমিশনেও নাম লিখিয়েছে ইসরো। ঝুলিতে রয়েছে গগনযান। ফলত মহাকাশ গবেষণা এক উজ্জ্বল তারকা হয়ে দেখা দিচ্ছে ভারত। মহাকাশে আলাদা সাম্রাজ্য তৈরিতে নয়া অভিযানের পথ প্রস্তুত করছে ইসরো। গোটা দুনিয়া যখন ভারতের দিকে তাকিয়ে, তখন শত্রুরাও তৈরি হচ্ছে এই সাফল্যের পথে অন্তরায় হতে।
ইসরো প্রধান এস সোমনাথ কনফারেন্সে জানিয়েছেন, রকেট সায়েন্সে যে সাফল্য এসেছে, তার ফলে সাইবার হানাও বেড়েছে। যদিও ইসরো, বিশ্বের সেরা সাইবার নিরাপত্তা দিয়ে মোড়া। প্রসঙ্গত এই কনফারেন্সের আয়োজন করেছিল, কেরালা পুলিশ এবং ইনফরমেশন সিকিউরিটি রিসার্চ অর্গানাইজেশন।