
The Truth of Bengal: আজকের রাশিফল রবিবার ৮ অক্টোবর চন্দ্র আজ স্বরাশি কর্কটে সঞ্চার করবে। আবার আজ পুষ্য নক্ষত্র থাকছে। রবিবার এই নক্ষত্র থাকায় রবিপুষ্য যোগ তৈরি হয়েছে। রবিপুষ্য যোগ একাধিক রাশির জাতকদের জন্য শুভ। কাদের সময় ভালো এবং কাদের অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজ করতে হবে, তা এখানে বিস্তারিত আলোচনা করা হল।
মেষ রাশি
কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ সৃষ্টি হবে। অপচয় ও অপব্যয় কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। আপনার বিপদে ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা রাখবেন না। পরিবারের জন্য ভাল কাজ করলেও বদনাম জুটতে পারে। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও সম্পর্ক নষ্ট করবেন না।
বৃষ রাশি
জাতকরা কোনও অপ্রত্যাশিত সম্পত্তি পাবেন। এর ফলে আনন্দে দিশেহারা হবেন আপনি।ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।অসহায় ব্যক্তিকে সাহায্য করলে আপনার লাভ হবে।পারিবারিক সমস্যা থাকলে তার সমাধান খুঁজতে বাবার পরামর্শ নেবেন।৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞদের সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তীর্থ ভ্রমণের জন্য সময়টি শুভ।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের পেটের সমস্যা চিন্তায় ফেলতে পারে। এর ফলে কোনও কাজে মনোযোগ দিতে পারবেন না। তবে আজ কারও প্রভাবে এসে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে সমস্যা সৃষ্টি হতে পারে।আদালতে জমি সংক্রান্ত বিবাদের মামলা চললে, আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে।আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। চন্দনের তিলক লাগান।
সিংহ রাশি
ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাকরিস্থানে ভাল খবর আশা করতে পারেন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। গৃহে কোনও শুভ অনুষ্ঠান পরিবারের কোনও সদস্যের ব্যবহারে আপনার সম্মানহানি হতে পারে। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ আবশ্যক। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির চাকরিজীবীদের শত্রু তাঁদের বিরুদ্ধে কারও কান ভরতে পারেন। এর ফলে লোকসান হবে। কিন্তু তা সত্ত্বেও দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। যা দেখে শত্রুও চিন্তিত হবে।মা-বাবার পরামর্শ নিয়ে কোনও কাজ করলে লাভ হবে।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা চিন্তার কারণে নিজের সমস্ত আনন্দ ভেস্তে দেবেন। তবে এমন করবেন না।জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলতে পারে।যে কাজই করবেন, তাতেই হতাশ হবেন। কোনও বয়স্ক ব্যক্তির পরামর্শে সিদ্ধান্ত নিন।সন্তানের তরফে আশাজনক সংবাদ শুনতে পারবেন।ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণপতিকে দূর্ব নিবেদ করুন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। বাবা-মার প্রতি কর্তব্য পালন করলেও সেরকম প্রশংসিত হবেন না। কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হতে পারে। সন্তানদের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। সপ্তাহের শেষে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে এলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগে যাবেন না।
ধনু রাশি
জাতকরা ব্যবসায়ে কোনও চুক্তি চূড়ান্ত করা নিয়ে উৎসাহিত থাকবেন। তবে তাড়াহুড়োয় কোনও কাজ ভেস্তে দেবেন না।কারও কথায় কান দেবেন না, আজ সতর্ক থাকুন।জীবনসঙ্গীর পরিবারের সদস্যদের জন্য আজ কিছু সমস্যায় পড়বেন।রোজগারের উদ্দেশে কাজ করছেন যাঁরা, তাঁরা ভালো সুযোগ পাবেন।ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বজরংবাণ পঠ করুন।
মকর রাশি
কর্মজীবনে আপনার ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন।
কুম্ভ রাশি
জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ।বহুপ্রতীক্ষিত কাজ সম্পন্ন হতে পারে।জীবনসঙ্গীর সঙ্গে বিভেদ সমাপ্ত হবে।দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে হবে।আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে।ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রত্যক্ষ দেবতা সূর্যকে অর্ঘ্য দিন।
মীন রাশি
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনও তর্ক-বিতর্কে যাবেন না। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। সপ্তাহের মধ্যভাগে শ্বশুরকুল থেকে কিছু স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। বাবা-মায়ের শরীর-স্বাস্থ্য এই সময় ভালই থাকবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চালাতে হবে।
Free Access