রাজ্যের খবর

এক লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যার আশঙ্কা চোখ রাঙাচ্ছে বাংলায়

আরও অন্তত ৩-৪ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে

The Truth of Bengal: প্রবল নিম্নচাপ, তার জেরে বৃষ্টির দাপট শুরু হয়েছে, দক্ষিণবঙ্গসহ ঝাড়খণ্ডেক একাংশে। অগত্যা দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রথম দফাতেই ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এমন পরিস্থিতি চলচলে, বাংলায় বন্যার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, ঝাড়খণ্ডে এখনও নিম্নচাপ রয়েছে, যদিও তার গতি খুবই ধীর। সহজে নিম্নচাপের দুর্বল হওয়ার সম্ভাবনা নেই। ফলে আরও অন্তত ৩-৪ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলত, আগামী দিনে ফের ডিভিসি জল ছাড়তে পারে। আর তাই আশঙ্কা দেখা দিচ্ছে পুজোর আগেই বাংলার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হবে কিনা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। সোম, মঙ্গল, বুধ  বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোনও কোনও জেলায় টানা ৩-৪ দিন ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। ফলত ডিভিসি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে।

Free access