কলকাতা

শিক্ষক নিয়োগে জট কাটতে চলেছে, পুজোর পরেই নিয়োগ?

২০১৯ সালের ৪ অক্টেবর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। তারপরেই দুর্নীতির অভিযোগ ওঠে

The Truth of Bengal:  ১৩ হাজারেরও বেশি শূন্যপদ পড়ে রয়েছে আপার প্রাইমারি শিক্ষক পদের। শূন্যপদের তালিকাও প্রস্তুত সব কিছু ঠিক ঠাক থাকলে পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে স্কুল সার্ভিস কমিশন।

গত দু বছরের বেশি সময় ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম হয়ে ছিল রাজ্য। আদালতে একাধিক মামলার কারণে, নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে গিয়েছিল। এবার পুরো পুজোর পরেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া মেটাতে চেষ্টা চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। যথাসম্ভব নির্ভুলভাবেই তা করার চেষ্টা করা হচ্ছে। এবার আদালতের নির্দেশের অপেক্ষা।

২০১৫ সালের ১৬ অগস্টে শেষ উচ্চ প্রাথমিক নিয়োগে টেট হয়েছিল। ২০১৯ সালের ৪ অক্টেবর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। তারপরেই দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ সালের ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে বাতিল হয়ে যায় সেই তালিকা। তার পরিবর্তে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল উচ্চআদালত। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি কমিশন। কেবলমাত্র প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এরপর মেধা তালিকা প্রকাশ হয়েছে। এবার কাউন্সেলিংয়ের পালা।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আপার প্রাইমারির নিয়োগ একদম অন্তিম পর্বে রয়েছে। আদালতের অনুমতি মেনে মেধা তালিকা বা প্যানেল গত ২৫ অগাস্ট প্রকাশ করা হয়। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে, কারণ আবেদনকারীদের তরফ থেকে কিছু ল’ পয়েন্ট জমা পড়েছে। কমিশনের তরফে তার জবাব দিতে হবে। সেই পর্ব মিটলেই চূড়ান্ত শুনানি হবে। এবং কমিশন আশাবাদী নিশ্চয়ই কাউন্সেলিংয়ের অনুমতি মিলবে।

সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা সিস্টেমে আপলোড করে দেওয়া হবে। আদালতের অনুমতি মিললেই ধাপে ধাপে কাউন্সেলিং শুরু হবে।

Related Articles