কলকাতা

আজীবন বহিষ্কৃত চার পড়ুয়া যাদবপুর কাণ্ডে শাস্তি ঘোষণা কর্তৃপক্ষের

jadavpur student death

The Truth of Bengal: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার ২৫ দিন পর রেগিং এর সঙ্গে জড়িত পড়ুয়া ও প্রাক্তারীদের শাস্তির ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মিন হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার পর গঠিত হয়েছিল অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই কমিটি তদন্তের স্বার্থে ১০০রও বেশি পড়ুয়া অধ্যাপক রেজিস্টারের সঙ্গে  কথা বলে তথ্য নেন। প্রাথমিক রিপোর্ট এই রেগিংয়ের তত্ত্ব উঠে আসে অভ্যন্তরীন  তদন্ত কমিটির হাতে। মেন হোস্টেলে যে রেগিং হতো  তার তথ্য ও প্রমাণ পায় ওই কমিটি। এবার পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হল উপাচার্যকে। তারপরই শাস্তি ঘোষণা।

বর্তমান চার পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার , প্রাক্তনী ৬ জনের বিরুদ্ধে এফআইআর, মেইন হোস্টেলের ২৫ প্রাক্তনে যারা বেআইনিভাবে হোস্টেলে রয়েছে তাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। একই সঙ্গে রেগিংয়ের এর সাথে জড়িত আরও পাঁচ পড়ুয়াকে চারটি সেমিস্টার, ১১ জুন পড়ুয়াকে দুটি সেমিস্টার, ১৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টার থেকে বহিষ্কার করা সিদ্ধান্ত । ও এক গবেষক ছাত্র নেতা কে তার গবেষণা শেষ হলে তাকে আর বিশ্ববিদ্যালয়ে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এখন এই শাস্তি কবে থেকে বলবৎ হয় সেটাই এখন দেখার।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার আনা যায় কিনা তা নিয়ে ইসরোর চেয়ারম্যানের সাথে কথা বলেন আচার্য। উপাচার্য বুদ্ধদেব সাহেবের সাথেও কথা হয় ইসরোর প্রতিনিধির। এরপর জল্পনা তৈরি হয় যাদবপুরে কবে আসছে ইসরোর প্রতিনিধি দল। সূত্র মারফৎ শোনা যায়, নারকটিক ডিটেক্টর অ্যালকোহল ডিটেক্টর এর মতো যন্ত্র বসানো হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিমানবন্দরে যে ধরনের প্রযুক্তির ব্যবহার হয় সেই ধরনের প্রযুক্তি আসতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়- এর নিরাপত্তায়। সূত্রের খবর চলতি সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয় আসার সম্ভাবনা ইসরোর প্রতিনিধদলের।

Related Articles