খেলা

বুমরাহের জীবনে নয়া সদস্য! সোশ্যাল মিডিয়ায় জানালেন সুখবর

Jasprit bumrah becomes father of baby boy

The Truth of Bengal: পুত্রসন্তানের বাবা হলেন ভারতীয় দলের অন্যতম পেসার জসপ্রীত বুমরাহ। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবর শোনান তিনি। ছেলের নাম রেখেছেন অঙ্গদ। বুমরাহ এবং তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের হাতের সঙ্গে ছোট্ট বাচ্চার হাতের ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারকা ক্রিকেটারের পোস্টে এসে কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, চেতেশ্বর পুজারা, হার্দিক পাণ্ডিয়া, ময়ঙ্ক আগারওয়ালের মতো ক্রিকেটাররা।

জসপ্রীত বুমরাহ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমাদের ছোট্ট পরিবার এবার বড় হল, একই সঙ্গে আমাদের হৃদয়ে জায়গা করে নিল এক খুদে সদস্য। আজ সকালে আমাদের জগতে এসেছে ছোট্টো অঙ্গদ। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হল, আপনাদের আশির্বাদ একান্ত কাম্য”।

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

প্রসঙ্গত, বর্তমানে এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথম ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু বৃষ্টির জন্য খেলার ফলাফল অমিমাংসিত থেকে যায়। সেকেন্ডে ইনিংসে বোল করতে মাঠেই নামতে পারেনি ভারতীয় দল। আজ, সোমবার নেপালের বিরুদ্ধে মাঠে নামছে রোহিত শর্মারা। সেখানে বুমরাহ খেলবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- https://truthofbengal.com/sports/durand-cup/29693/

Related Articles