রাজ্যের খবর

মণ্ডপ সজ্জায় বাংলার লোক-সংস্কৃতি! শিল্পীর স্টুডিয়োতে সেজে উঠছে শিল্পকর্ম

Durga Puja 2023

The Truth of Bengal: বাঙালির প্রাণের উৎসব। বাংলার শ্রেষ্ঠ উৎসব। বাঙালি বছরভর প্রতীক্ষায় থাকে সেই উৎসবের। দেখতে দেখতে এসেই গেল দুর্গোৎসব। দিকে দিকে ফুটে ওঠা কাশফুল জানান দিচ্ছে পুজো আসতে আর  আর মাত্র কয়েকটা দিন বাকি। সেজে উঠছে বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ। নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ব্যস্ত থিম মেকাররা। অনেক মণ্ডপে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। অনেক শিল্পী আবার তাঁদের স্টুডিয়োতে তৈরি করছেন থিমের উপকরণ। তেমনই এক শিল্পী মহিষাদলের রঘুনাথ জানা বাংলার বিভিন্ন জেলার পটচিত্র, হাতের কাজ মণ্ডপে মণ্ডপে সাজিয়ে তুলতে ব্যস্ত। তাঁর শিল্পকর্ম দেখে যাবে বেশ কয়েকটি মণ্ডপে।

প্রতিবছর গ্রাম বাংলার শিল্পকলা মণ্ডপে মণ্ডপে সাজিয়ে দর্শনার্থীদের মন কেড়েছেন। এবারেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, আসানসোল ও নিজের জেলা পূর্ব মেদিনীপুরে প্রায় ৭ থেকে ৮ টি থিমের মণ্ডপ ফুটিয়ে তুলতে কাজ শুরু করেছেন তিনি। সেই কাজ প্রায় শেষের মুখে। মহিষাদলের তাজপুরে ওয়ার্কশপে পুরুষদের পাশাপাশি মহিলারা রাত দিন এক করে কাজ করে চলেছেন। সারা বছর ধরে চলে কাজ। তবে পুজোর সময় কাজের চাপ বেড়ে যায়। শিল্পী রঘুনাথ জানার স্টুডিয়োতে কাজ করেন স্থানীয় অনেক মহিলা। সংসারের কাজ সেরে বাড়তি কিছু অর্থ উপার্জনের জন্য এখন কর্ম ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের। তাঁরা ফুটিয়ে তুলছেন শিল্পী রঘুনাথ জানার ভাবনা।

শিল্পী রঘুনাথ গত কয়েক বছর ধরে থিমের মণ্ডপ নির্মাণের কাজ করছেন। গ্রাম বাংলায় মূলত মাটির ছোঁয়া থাকে এমন মণ্ডপ নির্মাণের চাহিদা থাকে। আর সেই সব মণ্ডপে নিজের শিল্পকর্মী ফুটিয়ে তোলেন রঘুনাথ জানা। বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরের লোক সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। এক জেলার লোক সংস্কৃতি দেখার সুযোগ পাবে অন্য জেলার মানুষ। পটচিত্র, পোড়া মাটি, কাঠের পুতুল সহ অন্যান্য সামগ্রী দিয়ে মণ্ডপ নির্মাণের উপকরণ বানাচ্ছেন তিনি। কিছুদিন পর তা শোভা পাবে মণ্ডপে মণ্ডপে।

Related Articles