
নিজস্ব প্রতিনিধি: আর শুধু লম্বা লাইনে দাঁড়িয়ে নয়, হলদু ট্যাক্সি বুক করা যাচ্ছে অ্যাপ থেকেও। ওলা, উবেরের চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি বাঁচাতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অতীতে হতে চলেছে হাত দেখিয়ে হলুদ ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে দামদর করে ভাড়া নিয়ে যাওয়ার পালা। রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ নামের অ্যাপটির মাধ্যমে বুক করা যাচ্ছে হলুদ ট্যাক্সি। বাড়িতে বসে অথবা যে কোনও লোকেশন থেকেই বুক করা যাবে হলুদ ট্যাক্সি। অ্যাপটির মাধ্যমে ট্যাক্সি সফর করতে যাত্রীরা হয়রানি থেকে বাঁচবেন।
কলকাতা এবং শহরের পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এবার থেকে এই অ্যাপ পরিষেবার আওতায় নিয়ে আসা হচ্ছে। এবার আর হলুদ ট্যাক্সি টালকরা বলতে পারবেন না, ‘যাবো না’। যে কোনও যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাবার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। ওলা–উবেরের মতোই নতুন এই অ্যাপ ক্যাব পরিষেবা চালু হচ্ছে। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের নিয়ে এই যাত্রী সাথী অ্যাপ।
হাওড়া, শিয়ালদহ, দমদম বিমানবন্দর, কলকাতা টার্মিনাস এবং বিধাননগর রোড স্টেশনের প্রি পেইড ট্যাক্সি বুথ বন্ধ করা হয়েছে। পরিবর্তে YATRI SATHI APP-র মাধ্যমে বুক করা হচ্ছে হলুদ ট্যাক্সির সফর। শহরে রোজ হলুদ ও নীল সাদা ট্যাক্সি মিলিয়ে গাড়ির সংখ্যা ৬৫০০। প্রথমে ৪৬১টি ট্য়াক্সিকে পরিণত করা হয় সরকারের অ্যাপের মাধ্যমে স্মার্ট ক্যাবে।
এক নজরে দেখে নিন কীভাবে অ্য়াপের মাধ্যমে বুক করবেন যাত্রী সাথী অ্যাপ
১) অ্য়ান্ড্রয়েড ফোনে গুগল স্টোরে গিয়ে লিখুন YATRI SATHI APP
২) সেখান থেকে ইনস্টল করার পর সাইন ইন করুন
৩) সাইন ইন করুন মোবাইল নম্বর ব্যবহার করে
৪) নিজের নাম সহ কিছু তথ্য দিয়ে অ্য়াপটি খুলুন
৫) ফোন বা ডিভাইসের লোকেশন অবশ্যই অন করুন
৬) এরপর আপনি যেখান থেকে ট্য়াক্সি থেকে উঠতে চান, সেটা পিক আপ লোকেশন দিন
৭) তারপর পিক আপ লোকেশন বা আপনি কোথায় যেতে চান তা দিন।
৮) লোকেশন কমফার্ম করার পর নন এসি না সিদান-কোন ধরনের ট্য়াক্সি চান, তা সিলেক্ট করুন
৯) আপনাকে গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য বুক হয়ে যাবে ট্যাক্সি
১০) ভাড়া দেখে উঠে পড়ুন ট্য়াক্সিতে।