অভাবনীয় সাফল্য কন্যাশ্রী প্রকল্পে! কমেছে স্কুল ছুটের সংখ্যা
Incredible success in Kanyashree Project

The Truth of Bengal: সরকারি প্রকল্পের নীতি নির্ধারণ থেকে রূপায়ন, প্রতিটি ধাপে যদি ভালোভাবে নজর দেওয়া যায়, তাহলেই তার প্রতিফলন মেলে সমাজের মধ্যে। ২০১৩ সালে বাংলায় মেয়েদের স্কুলছুট কমাতে এবং বাল্যবিবাহ রুখতে নেওয়া হয়েছিল কন্যাশ্রী নামক জনমুখী প্রকল্প। বাংলার অন্যান্য প্রকল্পের মতোই, এই প্রকল্পেও অসাধারণ সাফল্য এসেছে। সরকারি পরিসংখ্যান বলছে,
মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলছুটের পরিসংখ্যান ছিল ১৬.২৩ শতাংশ
বর্তমানে কমে দাঁড়িয়েছে ১.৭৪ শতাংশ
উচ্চ মাধ্যমিকে স্কুল ছুটের পরিসংখ্যান ছিল ১৫.৪ শতাংশ
বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.০৮ শতাংশ
অর্থাৎ সরকারি পরিসংখ্যানই বলছে, মাত্র দশ বছরে প্রায় রকেট গতিতে কমেছে স্কুলছুটের সংখ্যা। প্রশাসনিকমহলের মত, অন্যান্য প্রকল্পের মতোই কন্যাশ্রী প্রকল্প রূপায়নে কড়া নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি তথ্য বলছে,
কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে ৮
১ লক্ষ ১৮ হাজার ৩৪৫জন ছাত্রী
চলতি আর্থিক বছরে এই প্রকল্পে খরচ
ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা
সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে উপভোক্তাদের কাছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে মূলত তিনটি ধাপ দেখা গিয়েছে। প্রথম দুটি ধাপে দায়িত্বে ছিল নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। ১৮ লক্ষের মতো ছাত্রী এই ধাপে উপকৃত হয়েছে। তৃতীয় ধাপে রয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। তার আগে ১৪ অগাস্ট ধনধান্যতে পালিতে হবে কন্যাশ্রী দিবস। সেখানেই একটি বই প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।