বাজি হাব রূপায়ণের লক্ষ্যে বারুইপুর পরিদর্শনে বিধায়ক-আধিকারিকরা
MLAs-Officials visit Baruipur aimed at developing Baji Hub

The Truth of Bengal: চলতি বছরের মে মাসে পশ্চিম মেদিনীপুরের এগরায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন মূল অভিযুক্ত ও কারখানার মালিক ভানু বাগ। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সেই সময় বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপে নামে পুলিশ প্রশাসন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশাসনকে নির্দেশ দেন, বেআইনি বাজি কারখানার পরিবর্তে ক্লাস্টার গড়ে তোলা হোক। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বারুইপু্রের চম্পাহাটি হাড়ালে জমি পরিদর্শন করলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জেলাশাসক সুমিত গুপ্তাসহ জেলাস্তরের একাধিক দফতরের আধিকারিক।
প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা। শুধু বাজি তৈরির হাবই নয়, তৈরি করা হবে, কমন ফেসিলিটি সেন্টার। পাশাপাশি, যে কোনও ধরণের দুর্ঘটনা প্রাথমিকভাবে মোকাবিলার জন্য অগ্নিনির্বাপন ব্যবস্থাও রাখা হবে। সূত্রের খবর, কাটাখাল বাইপাসের দু’পাশে হাব করার জন্য সেচ দপ্তরের জায়গা চিহ্নিত করে প্রস্তাব পাঠানো হয়েছে।