সাগরের কন্যার সোনা জয়! চ্যালেঞ্জ নিয়ে বিশ্বজয় রাজেশ্বরীর
Rajeshwari Das won gold medel in Canada

The Truth of Bengal: বরাবরই হার না মানা মানসিকতা নিয়ে তিনি লড়েন। কোনও বাধাকেই বাধা মনে করেন না।প্রতিপদে চ্যালেঞ্জ থাকলেও তাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে অভ্যস্ত।সাগরের সুমতিনগরের সেই রাজেশ্বরী দাসই এখন দেশ ছাড়িয়ে বিদেশে মুখ উজ্বল করলেন দেশের।কানাডার আর্ন্তজাতিক প্রতিযোগিতায় জিতলেন সোনা। বিশ্ব পুলিস এবং ফায়ারম্যান অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তাক লাগালেন সাগরের কন্যা।
কানাডার মনিটাবোতে ২৮ জুলাই থেকে ৬ই আগস্ট পর্যন্ত হয় বিশেষ প্রতিযোগিতা। সেখানে অনূর্ধ্ব ২৯মহিলাদের হাই জাম প্রতিযোগিতায় একের পর এক প্রতিযোগীকে হারিয়ে হাইজামে প্রথম স্থান অধিকার করেছেন সাগরের এই তরুণী।স্বর্ণপদক জিতে সবার কাছে লড়াইয়ের রোলমডেল হয়ে উঠেছেন।রাজেশ্বরীর বাবা মা চান, অন্যরাও যাতে প্রতিযোগিতার ময়দানে নামেন
এছাড়াও ট্রিপিল জাম্পে রূপো ও লং জাম্প প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতেন রাজেশ্বরী দাস। বর্তমানে রাজেশ্বরী দিল্লি সিআইএসএফের হেড কনস্টেবল পুলিশ ও ফায়ার দফতরের অধীনে কর্মরত। রাজেশ্বরীর এই সাফল্যে আনন্দিত সাগরবাসী। তাঁর মাও চান মেয়ে বিশ্বজয় করুক। সাগরে আরও উজ্বল তারকার জন্ম হোক। চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থেকেও অন্যরাও প্রতিবন্ধকতাকে জয় করুক,চান সাগরের ক্রীড়াবিদরাও।