কলকাতা

ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুরসভার

Strict action of the kmc to control Dengue

The Truth of Bengal: গত কয়েকদিন ধরেই, কলকাতাসহ রাজ্যে ডেঙ্গি চোখ রাঙাচ্ছে। বারবার প্রশাসনের তরফে সচেতন থাকার কথা বলা হলেও, অনেকেই কর্ণপাত করছে না। ফলত, এবার কিছুটা কড়া পদক্ষেপ করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। সূত্রের খবর, কলকাতায় অবস্থিত ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার অফিসে চিঠি দিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও নোটিশ পাঠানো হয়েছে বেশ কয়েকটি বাড়ি মালিকদের।

চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে অফিস, বাড়ি বা ভবন চত্বরে যে কোনও ধরণের আবর্জনা পরিষ্কার করে পেলতে হবে। বৃষ্টির জল জমা হতে পারে, এমন কোনও অবস্থা রাখা চলবে না। তালিকায় রয়েছে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহকারি ইঞ্জিনিয়ারের নামও।  রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি সংস্থার অফিসগুলিতেও চিঠি দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

পুরসভার তরফে সাপ্রাইজ ভিজিট করা হবে। আবর্জনা বা জমা জল দেখলেই সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। থেকেই থাকা তাহলে সঙ্গে সঙ্গে যাতে সংশ্লিষ্ট সংস্থা ব্যাবস্থা গ্রহন করে। সেই আবেদন প্রথমে জানাবে কলকাতা পৌর সংস্থা। তার পরেও যদি কেউ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই ১২ টি সংস্থার আধিকারিক কে চিঠি দিয়ে জানাতে চলেছে কলকাতা পৌর সংস্থা বলে সূত্রের খবর।

Related Articles