রাজনীতি

‘INDIA’ জোটকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা! মোদির সমালোচনায় জোট নেতারা

I.N.D.I.A

The Truth of Bengal: মণিপুর ইস্যু নিয়ে ‘INDIA’ জোটের সাংসদদের লাগাতার বিক্ষোভে এখনও অচল সংসদের বাদল অধিবেশন। এমন অবস্থায় বিরোধীদের ‘INDIA’ জোটকে কটাক্ষ করে বিতর্ক বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। চলছে সমালোচনার ঝড়। রাজ্যে রাজ্যে ‘INDIA’ জোটের নেতারা সরব প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে। ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনের প্রসঙ্গ টেনে বিরোধীদের ‘INDIA’ জোটকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয় এই জোটকে ব্রিটিশদের ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’-র সঙ্গেও তুলনা করেছেন তিনি।

মঙ্গলবার বৈঠক করে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে বিরোধীদের সম্পর্কে তিনি আরও বলেন, ‘যেভাবে ব্রিটিশরা এসে নিজেদের নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একইভাবে বিরোধীরাও নিজেদের ‘INDIA’ নামে তুলে ধরছে। শুধু তাই নয়, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির নামেও ‘INDIA’ রয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। বিরোধী শিবিরের নেতারা আক্রমণ শানাচ্ছেন। ‘INDIA’ জোটকে নিয়ে চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাই সেই ‘INDIA’ নাম নিয়ে এমন বক্তব্য প্রধানমন্ত্রীর। জোট দলগুলির নেতারা রাজ্যে রাজ্যে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে।

‘INDIA’ জোটকে নিয়ে চাপে পড়ে গিয়েছে বিজেপি। সেই জন্য ‘INDIA’ শব্দ নিয়ে এত আপত্তি। জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিতে হবে। এই দাবিতে এখনও উত্তাল হয়ে আছে সংসদ। বারেবারে মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। কী করে অধিবেশন শেষ হবে সেটাই এখন চিন্তার বিষয় সরকারের কাছে। বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠক করে বিজেপির সংসদীয় বোর্ড। সেই বৈঠকে ‘INDIA’ জোটকে নিয়ে দলের সাংসদদের না ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এমন বলা হলেও বিজেপি যে চাপে পড়ে গিয়েছে তা পরিষ্কার হচ্ছে। ‘INDIA’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর এমন আক্রমণাত্মক বক্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে বলে দাবি বিরোধীদের।

 

Related Articles