কলকাতারাজনীতি
Trending

একুশের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক

Abhishek Banerjee

The Truth of Bengal: রাজ্যের প্রাপ্য টাকা না দিয়ে কেন্দ্রের সরকার রাজনৈতিক অভিসন্ধি পূরণ করছে। একুশের জনজোয়ারের মাঝে দাঁড়িয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আসলে একুশের ভোটে হেরে গিয়ে কেন্দ্রের শাসকদল এই চক্রান্ত করছে বলে তোপ দাগেন তিনি।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে,কিন্তু রাজনীতি করার জন্য বাংলার মানুষকে বঞ্চনা মেনে নেওয়া যায় না।তাই ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া অর্থ আদায়ে গান্ধীজয়ন্তীতে দিল্লি অভিযানের ডাকও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আন্দোলন ঠিক কিভাবে হবে,কোন স্তরে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার রূপরেখাও চূড়ান্ত করেন তিনি। জানান, সকলের সঙ্গে ট্রেনে চড়ে দিল্লি যাবেন অভিষেক। তার আগে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথাও ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি। অভিষেকের নির্দেশ মতো রাজ্যের ৩৪১টি ব্লকের বিজেপি নেতাদের তালিকা তৈরি করতে হবে। ওইদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত  বিজেপি নেতাদের বাড়ি কাছে  অবস্থান আন্দোলনের  ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের পরিবারে কোনও বয়স্ক সদস্য থাকলে তাঁকে বাড়িতে ঢোকা কিংবা বেরনোর ক্ষেত্রে রাস্তা ছেড়ে দিতে হবে। তবে বিজেপি নেতাকে কোনওভাবে বাড়িতে ঢোকা কিংবা বেরনোর রাস্তা দেওয়া যাবে না বলেই স্পষ্ট নির্দেশ অভিষেকের।বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে যাতে কোনও অশান্তি না করার আবেদনও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের আন্দোলনের কথা তুলে ধরে জানিয়ে দেন,বুথ স্তরের বদলে ব্লকে ব্লকে আন্দোলন হবে। শহিদ স্মরণের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সংগ্রামের অতীত দিনে ফিরে যান।প্রসঙ্গ ক্রম উল্লেখ করে অভিষেক জানান, ২০১০-এর একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে।

২০১১-তে সিপিএমের বিদায় খালি সময়ের অপেক্ষা ছিল। এবারও ভারতজুড়ে একটাই জয়ধ্বনি, ২০২৪-এ জিতবে কে? INDIA আবার কে? ভারতবর্ষের সঙ্গে লড়বে কে? INDIA আবার কে? বিভাজন,ভাগাভাগি করেও পঞ্চায়েতে হালে পানি পায়নি।বিজেপি  ২২শতাংশ ভোট পেয়েছে,তৃণমূল কংগ্রেস ৫২শতাংশ মানুষের ,সমর্থন পেয়েছে।তার কারণ ব্যাখা করে অভিষেক জানান,মানুষ তৃণমূলের সঙ্গে আছে,বিজেপির সঙ্গে আছে ইডি-সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও তোপ, ‘যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করেছ। তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে তত শক্তিশালী হবে, ‘ইন্ডিয়া’কেও আটকানো যাবে না।’’ চব্বিশে বাংলার মতোই উত্তরপ্রদেশ,গুজরাটে ইন্ডিয়া জোটের জয়জয়কার হবে বলে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Related Articles