বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাধবী

Madhabi Mukherjee

The Truth of Bengal: ১৯৫০ সাল থেকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। একের পর এক কাজ বাঙালির হৃদয়ের আঙিনাতে দাগ কেটেছে। সেই মাধবী হাসপাতালে। উদ্বেগে ছিল দর্শকেরা। ২৪ দিন হাসপাতালে ছিলেন তিনি কিন্তু এখন কেমন আছেন সত্যজিতের চারুলতা? গত ২১ জুন গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেলুলাইটিসের সমস্যা বা পায়ে সংক্রমণের সমস্যা নিয়ে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। সেই সমস্যা থেকে রেহাই মিলেছে তবে  বর্তমানে তাঁকে বাড়িতে  সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার  প্রায় ২৪ দিন পর হাসপাতাল থেকে মুক্তি পেলেন তিনি।  বর্তমানে মাধবীর অবস্থা স্থিতিশীল। ত্বকের প্রদাহের কোনও লক্ষণ নেই তাঁর পায়ে। অবশেষে অনুরাগীদের মনে যেন স্বস্তি ফিরল।  সত্যজিৎ রায়, উত্তম কুমারের সঙ্গে  স্ক্রিন শেয়ার করেছেন তিনি। একে একে টনসিল, বাইশে শ্রাবণ, আজ কাল পরশু, মহানগর, চারুলতা, বিংশতি জননী, গোধূলি বেলায় থেকে অদ্বিতীয়া, সমান্তরাল, বিরাজ বউ, ছদ্মবেশী, গণদেবতা, বন পলাশির পদাবলীর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

একাশির এই অভিনেত্রীর বয়স বেড়েছে , কিন্তু বিরতি তিনি নেননি। এখনো অভিনয় করছেন।  ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ তিনি৷ দিনকয়েক আগেও তাঁকে দেখা গিয়েছিল ‘বালিঝড়’ ধারাবাহিকে ছিলেন। এরপর এখনও পর্যন্ত আর কোনও ধারাবাহিকে দেখা না গেলেও আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটা অনুরাগীদের কাছে বড় বিষয়।

 

Related Articles