কলকাতারাজ্যের খবর

শহরে কি তবে শেষ ইনিংস শীতের? এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস

২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকা এই তাপমাত্রার কারণে ভরদুপুরেও শীতের আমেজ বজায় ছিল শহরে।

Truth of Bengal: কলকাতার বুকে কি তবে শীতের বিদায় ঘণ্টা বেজে গেল? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। যদিও গত দু-তিন দিন ধরে শহরবাসী বেশ ভালোই ঠান্ডার আমেজ উপভোগ করছেন, তবে সেই দাপট আর মাত্র কয়েক দিনের অতিথি। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের বেশ নিচেই ছিল। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। একইসঙ্গে পাল্লা দিয়ে কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকা এই তাপমাত্রার কারণে ভরদুপুরেও শীতের আমেজ বজায় ছিল শহরে।

তবে হাড়কাঁপানো ঠান্ডার এই ইনিংস দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে আজ শুক্রবার থেকেই একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এই ভৌগোলিক পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়। এর ফলে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে বাধা তৈরি হবে এবং যার জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই শীতের দাপট ক্রমশ ফিকে হতে শুরু করবে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মরশুমে কলকাতার পারদ আর ১২ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আগামী কয়েক দিনের জেলাওয়ারি পূর্বাভাসে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে রবিবার দুপুর গড়ালে উত্তুরে হাওয়ার তেজ কমতে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে বসা ঠান্ডা আর ফেরার সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবিবার এই জেলাগুলিতে কুয়াশা এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে রাজ্যের বাকি অংশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। মূলত রবিবার থেকে আবহাওয়ার এই পরিবর্তনের ধারা স্পষ্ট হতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Related Articles