কলকাতা

WB Government Holiday: জানুয়ারিতেই অর্ধেক দিন ছুটি! ২০২৬-এর শুরুতেই লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের

Truth of Bengal: বছর শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। দোরগোড়ায় ২০২৬ সাল। নতুন বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে এল নবান্ন। ২০২৬ সালের জানুয়ারি মাসে টানা ছুটির হাতছানি তো রয়েছেই, তবে তার আগে চলতি বছরের ডিসেম্বর মাসের শেষলগ্নে এক বিশেষ ছুটির ঘোষণা করল অর্থদপ্তর।

অর্থদপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পূরব’ উপলক্ষে অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে এই ছুটি সর্বজনীন নয়। এটি একটি ‘সেকশনাল হলিডে’ বা বিভাগীয় ছুটি। শুধুমাত্র শিখ সম্প্রদায়ের কর্মচারীরাই এই ছুটির সুবিধা নিতে পারবেন। সরকারি অফিস, পুরসভা, বোর্ড, কর্পোরেশন এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিখ কর্মীরা ২৭ ডিসেম্বর শনিবার এবং ২৮ ডিসেম্বর রবিবার—টানা দুদিন ছুটির সুযোগ পাবেন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি তো থাকছেই সবার জন্য।

জানুয়ারি মাসের ক্যালেন্ডার বলছে, বছরের প্রথম মাসেই রাজ্য সরকারি কর্মীরা প্রায় অর্ধেক মাস ছুটিতে কাটাতে পারবেন। ১ জানুয়ারি বৃহস্পতিবার নববর্ষের ছুটি দিয়ে বছরের শুরু। এরপর ১০ জানুয়ারি শনিবার এবং ১১ জানুয়ারি রবিবার ছুটির পর ১২ জানুয়ারি সোমবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবসের ছুটি। ফলে মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিনের ছুটি নিশ্চিত। এর ঠিক পরেই ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি রয়েছে। যদি কোনও কর্মী মঙ্গলবার অর্থাৎ ১৩ তারিখ ছুটি নিতে পারেন, তবে তিনি টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাবেন।

মাসের শেষ ভাগেও রয়েছে ছুটির সমাহার। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজির জন্মজয়ন্তী এবং একই দিনে সরস্বতী পুজো হওয়ায় রাজ্যজুড়ে ছুটি থাকবে। এরপর ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে শনি ও রবিবার। ঠিক তার পরেই ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি। অর্থাৎ জানুয়ারির শেষেও টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা। সব মিলিয়ে দেখা যাচ্ছে, জানুয়ারিতে দুই দফায় মোট ১০ দিনের ছুটির তালিকা তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য।

Related Articles