বিনোদন

Rajkumar Rao: জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি রাজকুমার রাওয়ের বিরুদ্ধে, কারণ কী?

পোস্টারের এই ছবি হিন্দু ধর্মকে অসম্মান করেছে, তখনই দাবি তুলেছিল স্থানীয় শিবসেনা।

Truth of Bengal:  বলিউড অভিনেতা রাজকুমার রাও। ক্যারিয়ারে সফলতার শীর্ষে রয়েছেন তিনি। একের পর এক তাঁর দুর্ধর্ষ অভিনয় মন কাড়ে সকলের। ব্যক্তিগত জীবনেও নতুন সদস্যের আগমনের অপেক্ষায় রয়েছেন। কিছুদিন আগেই বাবা মা হওয়ার খবর ঘোষণা করেন রাজকুমার (Rajkumar Rao)-পত্রলেখা। এরমধ্যেই আইনি বিপাকে রাজকুমার। তাঁর বিরুদ্ধে জারি করা হল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। তারপরই তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ করেন রাজকুমার। তাই সোমবার আদালতে আত্মসমর্পণ করেন রাজকুমার। মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।

আরও পড়ুনঃ Toto murder: শিলিগুড়িতে খুন এক টোটো চালক! এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য

তবে কি কারণে এই ঘটনা জানেন কি? সূত্রের খবর, ২০১৭ সালে ‘বহেন হোগি তেরি’ ছবির পোস্টারে শিব সেজে বাইকে বসার জন্য ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পোস্টারের এই ছবি হিন্দু ধর্মকে অসম্মান করেছে, তখনই দাবি তুলেছিল স্থানীয় শিবসেনা। রাজনৈতিক দল শিবসেনার পক্ষ থেকে ২০১৭ সালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসন এবং নায়ক রাজকুমার রাওয়ের বিরুদ্ধে। পূর্ববর্তী শুনানির সময় অভিনেতা আদালতে হাজিরা দেননি। যার জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা দায়ের করা হয়। যদিও এখনো অভিনেতার তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি।(Rajkumar Rao)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, বর্তমানে বলিউডের ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন রাজকুমার(Rajkumar Rao)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ছবি ‘মালিক’। ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল মানুষী চিল্লারকে। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন শুরু হতে চলেছে তাঁর। নতুন সদস্য আসছে রাজকুমার-পত্রলেখার জীবনে। কিছুদিন আগেই ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করেন তারকা দম্পতি।

Related Articles