Shubman Gill: “বেশ সাহস নিয়ে বোলিং করেছে” আকাশের বোলিংয়ের প্রশংসা গিলের
Truth of Bengal: অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয় পেলেন শুভমান গিল। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারালো ভারত। শুধু জয় নয়, একেবারে ঐতিহাসিক জয় পেয়েছে দল। ৩৩৬ রানে বেন স্টোকসদের পরাজিত করে সবচেয়ে বড় ব্যবধানের অ্যাওয়ে জয়ের রেকর্ড গড়লো ‘মেন ইন ব্লু’। পাশাপাশি, সমতা ফেরালো সিরিজে। এই মুহূর্তে ফলাফল ১-১। ব্যাট হাতে দুই ইনিংসে শতরান হাকানোর জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় দলের অধিনায়ক শুভমান গিলকে।(Shubman Gill)
[আরও পড়ুনঃ WB Weather Update: সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট! ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা]
তবে গিলের অসাধারণ ব্যাটিংয়ের সত্ত্বেও স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, প্রায় সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে দলের তরুণ পেসার আকাশ দীপের বিধ্বংসী বোলিং। দ্বিতীয় ইনিংসে তিনি তুলেছেন ছটি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তিনি তুলেছেন মোট ১০টি উইকেট। বলা ভালো, রীতিমতো কোমর ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে আকাশ দীপের স্পেল ইংল্যান্ডের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এমনকি দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পর্যন্ত পিঠ চাপড়েছেন আকাশের এবং অভিনন্দন জানিয়েছেন এই কীর্তির জন্য।(Shubman Gill)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
আকাশ দীপের বোলিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক শুভমান গিলও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানান। গিল বলেন, “বেশ সাহস নিয়ে বোলিং করেছে আকাশ। যেই এরিয়াতে, যেই লেন্থে ও বল করছিল, তাতে ও দুদিকে মুভ করাতে পারছিল। এখানকার উইকেটে এমনটা করা বেশ কঠিন। কিন্তু ও সেটা করে দেখিয়ে দিয়েছে। অসাধারণ বোলিং করেছে।”
যদিও দলের বাকি বোলারদেরও প্রশংসা করেছেন গিল। তিনি বলেন, “আমাদের সকল পেস বোলাররাই দারুন বোলিং করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওরা ইংল্যান্ডের টপ অর্ডারকে রুখে দিয়েছে। এমনকি প্রসিধও বেশ ভালো বোলিং করেছে। ও হয়তো বাকিদের মতো অত উইকেট পায়নি। তবে ভালো বোলিং করেছে।” অবশেষে তাঁকে প্রশ্ন করা হয় যে লর্ডস টেস্টে বুমরাহকে দেখা যাবে কিনা। সেই প্রশ্নের উত্তরে গিল সরাসরি বলেন, “একেবারেই দেখা যাবে। সেটার দিকে মুখিয়ে রয়েছি। সকলেরই স্বপ্ন থাকে সেই স্টেডিয়ামে খেলার। আমি মনে করি এমন একটি স্টেডিয়ামে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার চেয়ে গর্বের বিষয় আর কিছু নেই।”(Shubman Gill)






