দেশ

বিয়ে বাড়িতে গাড়ির মধ্যে খেলতে গিয়ে বিপত্তি! মৃত ৪ শিশু

4 children die in accident while playing in car at wedding

Truth Of Bengal: গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে মৃত্যু চার শিশুর। অন্ধ্রপ্রদেশের দ্বারপুডি গ্রামে রবিবার বিকেলে ঘটে এই ঘটনা। জানা যায়, গ্রামের একটি বিয়ে বাড়িতে যোগদান করতে গিয়েছিল ওই চার শিশুর পরিবার। স্থানীয় সূত্রে খবর, খেলতে খেলতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পড়ে তারা। তখনই গাড়ির দরজা বন্ধ হয়ে যায় ভেতর থেকে। সেখানেই দম আটকে মৃত্যু হয় চারজন শিশুর।

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের প্রত্যেকের বয়সই ছয় থেকে আটের মধ্যে। মৃতরা হল, উদয়, চারুমতি, মানাসভি ও করিশমা। এলাকারই কাউন্সিলরের অফিসের সামনে ওই চারজন মিলে খেলতে ব্যস্ত ছিল। তখনই চারজন দাঁড়িয়ে থাকা একটি গাড়ির মধ্যে উঠে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চারজনকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায় পুলিশ। তখনই কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। চার শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। তাঁর কথায়, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এটি।”

জানা যাচ্ছে মৃতদের মধ্যে তিনজন বালিকা ও একজন বালক রয়েছে। ইতিমধ্যেই ওই গাড়িটিকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির লক খারাপ থাকার কারণেই গাড়ির দরজা খোলা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে হলেও গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। দেহগুলি পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

Related Articles