রাজ্যের খবর

চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়লো বাইসন, জখম ২

Bison enters tea garden workers' quarters, injures 2

Truth Of Bengal: রবিবার বিকেলে ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়লো বাইসন। বাইসনের তান্ডবে জখম হয়েছেন দুইজন। ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের চিলোনী চা বাগানের ঘটনা। বাইসনটি লোকালয়ে ঢুকে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরবর্তীতে সন্ধ্যায় ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাইসনটিকে।

জানা গেছে, রবিবার বিকেলে একটি পূর্ণবয়স্ক বাইসন হঠাৎ করেই চিলোনি চা বাগানের হাসপাতাল লাইন এলাকায় ঢুকে তান্ডব চালাতে শুরু করে। বাইসনটির তান্ডবে শ্রমিক মহল্লার বিলাসী লোহার (৫৫) ও সুরেশ রাউতিয়া(৩৪) জখম হন। এরপর বাইসনটি বাগানের ৩২ নম্বর সেকশনে ঢুকে একটি ঝোঁপের মধ্যে আশ্রয় নেয়। এদিকে স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। অন্যদিকে চা বাগানের ঝোঁপে বাইসন আশ্রয় নিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে বহু মানুষ ভিড় করে। পাশাপাশি ছুটির দিন হওয়ায় মানুষের ভিড় বাড়তেই থাকে। এরপর এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশও। মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মেটেলি থানার পুলিশ ও বনকর্মীদের। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাইসন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে হবে। অন্যদিকে বাইসনের তান্ডবে জখম বিলাসী লোহারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ ও মেডিকেল কলেজে রেফার করা হয়। যদিও সুরেশ রাউতিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles