
Truth Of Bengal: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন ক্রিকেটারই আছেন যিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তিনি হলেন শচীন তেন্ডুলকর। এবার শচীনের পর টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত বলে দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
এই প্রসঙ্গে রায়না বলেন, ‘ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরাটের অবদান অনস্বীকার্য। বিরাট দেশের জার্সিতে প্রায় সব ট্রফি ঘরে তোলার স্বাদ পেয়েছেন। এর পাশাপাশি নতুন প্রজন্মকেও ক্রিকেটের প্রতি উৎসাহিত করেছেন। কাজেই আমি মনে করি বর্তমান কেন্দ্রীয় সরকারের উচিত বিরাটকে অবিলম্বে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত।’
এর পাশাপাশি রায়না কিছুটা আক্ষেপের সুরে বলেন, ‘বিরাট ঘরের মাঠে টেস্ট খেলার আর সুযোগ পেল না। আমার মনে হয়, দিল্লিতে বিরাটের জন্য একটা বিদায়ী ম্যাচ করার উদ্যোগ বোর্ডের নেওয়া উচিত ছিল। যাতে সেই ম্যাচটাতে বিরাটের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারতেন। কেননা এমন সম্মান বিরাটের অবশ্যই প্রাপ্য ছিল।’
প্রসঙ্গত, বিরাট টেস্ট ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে মোট ১২৩টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে কোহলির ব্যাট থেকে এসেছে ৯, ২৩০ রান। রয়েছে ৩০টি সেঞ্চুরি। এবং হাফ সেঞ্চুরিও রয়েছে ৩১টি। সেই কোহলিই গত ১২ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। রায়নার এমন মন্তব্যের পর কেন্দ্রীয় ক্রীড়া দফতর বিরাটের বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই নজর থাকবে সকলের।