খেলা

লাল-হলুদের জালে প্যালেস্তাইন মিডিও

Palestinian midfielder caught in the net of red and yellow

Truth Of Bengal: চলতি মরসুমে শক্তিশালী দল গড়তে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। থিংবোই সিন্টোর নেতৃত্বে লাল-হলুদ ইতিমধ্যেই স্বদেশীদের পাশাপাশি বেশ কিছু বিদেশী খেলোয়াড়দেরও টার্গেট করেছিল ইস্টবেঙ্গল। তাঁদের এই তালিকায় ছিলেন প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ।

সূত্রের খবর, রশিদের সঙ্গে চূড়ান্ত কর্থাবার্তা শুধু হয়নি লাল-হলুদের চুক্তিপত্রে নাকি স্বাক্ষরও করে দিয়েছেন এই মিডফিল্ডার। ফলে দলবদলের বাজারে আরও এক বিদেশিকে দলে নিতে সক্ষম হলেন কর্তারা। যদিও এখন অবধি নতুন কোনও খেলোয়াড়ের স্বাক্ষরের বিষয়গুলি নিয়ে সরকারিভাবে কোনওকিছু জানায়নি লাল-হলুদ। বিশেষ সূত্রের খবর, প্যালেস্তাইন মিডিওর সঙ্গে লাল-হলুদের এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

যদি এই প্যালেস্তাইন মিডিও যোগ দিলে ইস্টবেঙ্গলের মাঝমাঠ যে অনেকটাই শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। কেননা গত বছর ডিফেন্সের পাশাপাশি মাঝমাঠের সমস্যাতেও ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তাই টিম ম্যানেজমেন্ট আগামী বছর যাতে এমন সমস্যার মুখোমুখি হতে না হয়, সে কারণে প্রথম থেকেই বদ্ধ পরিকর।

রশিদ লাল হলুদে আসার আগে ইন্দোনেশিয়ার লিগ-ওয়ানে খেলেছেন। সেখানে ৩১টি ম্যাচে ৬টি গোল রয়েছে তাঁর। এখন দেখার ইস্টবেঙ্গলে তাঁর পারফরম্যান্স কি রকম হয়, তা সময়ই বলবে।