
Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জন বারলা। বিজেপির টিকিটে জিতে তিনি সাংসদ হয়েছিলেন। এদিন তৃণমূল ভবনে এসে তিনি তৃণমূলের যোগ দেন। সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি।
অনেকদিন ধরে তৃণমূলের যোগ দেওয়ার জল্পনা চলছিল। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন তিনি। তখন থেকে তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা চলছিল। উত্তরবঙ্গের অন্যতম বড় মাপের নেতা জন বারলা। বিজেপির প্রাক্তন সাংসদ যোগ দিলেন তৃণমূলে।