সম্পর্ক শেষ, এবার স্ন্যাক্সের পয়সা ফেরত চায় প্রাক্তন প্রেমিক! ভাইরাল তরুণীর পোস্ট
Relationship ended, now ex-boyfriend wants money back for snacks! Viral post by young woman

Truth Of Bengal: সম্পর্ক শেষ, অতীতের প্রেমিক এখন বর্তমানে প্রাক্তন। হঠাৎ সেই প্রাক্তনের থেকে টেক্সট। প্রাক্তনের কাছ থেকে হঠাৎ করে একটি মেসেজ পাওয়া মানেই অনেক আবেগের জোয়ার—নস্টালজিয়া, আনন্দ, হয়তোবা কিছুটা আফসোসও। কিন্তু এক্ষেত্রে কাহিনি অন্য, প্রাক্তনের টেক্সট দেখে হতবাক তরুনী! কেন জানেন?
‘দিব্যা’ নামে এক ইউজার এক্স-এ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি পোস্ট করেছেন। যেখানে তরুনীর প্রাক্তন আর্যন সম্পর্কে থাকাকালীন তাঁর জন্য ইনস্টামার্ট থেকে পাঠানো স্ন্যাক্স ও গ্রোসারির জন্য যা যা খরচ করেছেন তার রিফান্ড চেয়েছে।
my ex is asking a refund for the snacks he sent me during our relationship. What stage of the breakup is this? 😭 pic.twitter.com/4ra6pbSUS5
— divya (@certifiedbkl) May 14, 2025
চ্যাটে দেখা যাচ্ছে, আর্যন ইনস্টামার্ট থেকে পাঠানো একাধিক অর্ডারের স্ক্রিনশট পাঠিয়েছেন, যাতে স্পষ্টভাবে সব আইটেমের নাম এবং খরচ লেখা আছে। সেই তালিকায় রয়েছে মাখানা, মসালা চিপস, স্প্রাইট, জেলি ক্রিস্টালস, বাদাম, এমনকি পেঁয়াজ ও টমেটোর মতো সাধারণ রান্নার উপকরণও।
আর্যনের মেসেজে লেখা রয়েছে, “হেই! শোন, এখন যেহেতু সব শেষ, আমি আমার সব খরচের রিফান্ড চাই, যেগুলো আমি সম্পর্কের সময় তোকে পাঠিয়েছিলাম।”
এই অপ্রত্যাশিত দাবিতে হতবাক দিব্যার প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত। তিনি লিখেছেন “WTF? Are you for real? ভাই!”
নিজের এক্স পোস্টে দিব্যা লিখেছেন, “আমার প্রাক্তন প্রেমিক সম্পর্ক চলাকালীন পাঠানো স্ন্যাক্সের জন্য এখন রিফান্ড চাইছে। বিচ্ছেদের কোন স্তর এটা বলো তো?”
এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৯ লক্ষেরও বেশি ভিউ এবং হাজার হাজার কমেন্ট পেয়েছে এই মজার ঘটনা।
একজন লিখেছেন, “এই যুগের সম্পর্ক আসলেই ভয়ের, কী জানি যদি স্ন্যাক্সের টাকাও ফেরত চায়!”
আরেকজন মন্তব্য করেছেন, “যে ছেলের নাম আর্যন, সেটা তো নিজের মধ্যেই এক রেড ফ্ল্যাগ।”
একজন মজা করে লিখেছেন, “ভাই পুরো পুরুষ সমাজের হয়ে সম্মান অর্জন করেছে!”