রাজ্যের খবর

স্থায়ী আর্ট গ্যালারির দাবিতে বাঁকুড়ায় চতুর্থ বর্ষের ‘শিল্প উৎসব’

Fourth annual 'Art Festival' in Bankura calls for permanent art gallery

Truth of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: শিল্প ও শিল্পীর স্বার্থে জেলায় একটি স্থায়ী আর্ট গ্যালারি স্থাপনের জোর দাবি তুলে চতুর্থ বর্ষে পদার্পণ করল ‘বাঁকুড়া শিল্প উৎসব’। বাঁকুড়া আর্টিস্ট ফোরামের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র এডওয়ার্ড-৭ মেমোরিয়াল হলে উৎসবের সূচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী সুজয় দাস।

উৎসব ঘিরে রীতিমতো উন্মাদনা দেখা দিয়েছে স্থানীয় শিল্পপ্রেমীদের মধ্যে। এ বছরের প্রদর্শনীতে রয়েছে ৩৫টি চিত্রকর্ম এবং ৭ – ৮টি ভাস্কর্য। এই উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শিল্পী সৌম্যকান্তি মুখোপাধ্যায় বলেন, “ফটোগ্রাফি ও হাতে আঁকা ছবির পার্থক্য বোঝার জন্য প্রদর্শনীর প্রয়োজন অপরিহার্য। অথচ বাঁকুড়ার মতো ঐতিহ্যবাহী শহরে কোনও স্থায়ী আর্ট গ্যালারি নেই – যা একটি বড় অভাব।” তিনি জানান, তাঁদের সংগঠন দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব।

অন্যদিকে, শিল্পী শ্যামাপ্রসাদ সাঁতরা জানান, “নবীন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার আগ্রহ বাড়ছে। এই উৎসবে তাদের সক্রিয় উপস্থিতি সেই আশার ইঙ্গিত দেয়।” পাশাপাশি তিনি জানান, কেবল উৎসব আয়োজন নয়, তাঁদের মূল লক্ষ্য জেলায় স্থায়ী আর্ট গ্যালারির দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া।

শিল্পচর্চার মাটিতে বাঁকুড়া বরাবরই এক গুরুত্বপূর্ণ নাম। কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভা অন্ধকারেই থেকে যায়। এই উৎসব শুধু শিল্পের মঞ্চ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী পরিকাঠামোর দাবিকে আরও জোরালো করার এক মাধ্যম হয়ে উঠছে। এখন দেখার, প্রশাসন এই দাবিকে কতটা গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়।

Related Articles