কলকাতা

বিকাশ ভবনে তুলকালাম, মেনগেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

Unemployed teachers protest by breaking main gate at Vikas Bhavan

Truth Of Bengal: চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে তুমুল উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। চাকরিহারা শিক্ষকদের একাংশ এদিন আন্দোলনে নামে। বিকাশ ভবন অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। চাকরি হারা শিক্ষকদের দাবি তারা নতুন করে আর পরীক্ষায় বসতে রাজি নন।

এদিন, পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের তুমুল ধস্তাধস্তি হয়। নতুন করে পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। মেনগেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকদের একাংশ। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নামেন চাকরি হারাদের একাংশ।

মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ সুপ্রিমকোর্টের। তবে চাকরি হারা শিক্ষকরা দাবি করেন তারা নতুন করে আর পরীক্ষায় বসতে চান না। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশের ব্যারিকেট ভেঙে শিক্ষকদের একাংশ মেনগেট ভেঙে ঢুকে পড়ে বিকাশ ভবন চত্বরে।